চাঁদপুরের কচুয়ায় শিব লিং নামের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (০১ এপ্রিল) রাতে গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাকিল আহমেদ এই অভিযানের নেতৃত্ব দেন।
মনিন্দ্র চন্দ্র কামলা (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কষ্টিপাথরের ওজন ৬ কেজি ৯শ গ্রাম। গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া পৌর এলাকার পলাশপুর গ্রামের মনিন্দ্র চন্দ্রের বসত ঘরের খাটের নিচ থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়। এর মূল প্রায় ৭ কোটি টাকা।
এদিকে মনিন্দ্র চন্দ্র দাবী করছেন, ‘এটি তাদের পুকুরে পেয়েছেন।’
অন্যদিকে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মোস্তফা কামাল বলছেন, ‘কষ্টিপাথরটির প্রশাসনের কাছে হস্তান্তর না করায় বিশেষ ক্ষমতা আইনে মনিন্দ্র চন্দ্রকে আসামী করে মামলা দায়ের করা হবে।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ]জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author] : আপডেট ০৭:০৬ পিএম, ২ মার্চ ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur