Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় একদিনে সাবেক দু’চেয়ারম্যানের মৃত্যু
কচুয়ায় একদিনে সাবেক দু’চেয়ারম্যানের মৃত্যু

কচুয়ায় একদিনে সাবেক দু’চেয়ারম্যানের মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলার একদিনে সাবেক দু’চেয়ারম্যানের মৃতু হয়েছে (ইন্না……..রাজিউন)।

এদের একজন হলেন ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান পাটওয়ারী।

অপরজন ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুস ছালাম।

মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা ধানমন্ডীর রেঁনেসা হাসপাতালে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিদ্দিকুর রহমান পাটওয়ারী মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।

ওইদিন বাদ মাগরিব তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মরহুমের গ্রামের বাড়ি দারাশাহী তুলপাই পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তাঁর জানাযায় হাজারো মুসল্লিদের সমাগম ঘটে।

সাবেক চেয়ারম্যান মরহুম ছিদ্দিকুর রহমানের মৃত্যুতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনম এহসানুল হক মিলন, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান, বিএনপি নেতা সাইফুর রহমান বাহাদুর মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, সাবেক চেয়ারম্যান, দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও তুলপাই গ্রামের অধিবাসী মোঃ ছিদ্দিকুর রহমান পাটওয়ারী কর্মজীবনে একজন সৎ,ন্যায়পরায়ন ও একজন নীতিবান রাজনৈতিক ব্যক্তি হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন।

মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে একই উপজেলার ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুস ছালাম সোমবার রাত ৭টা ২১ মিনিটে নিজ বাড়িতে কিডনি জনিত সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৬ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

: আপডেট ৯:১২ পিএম, ০১ মার্চ ২০১৬, মঙ্গলবার

ডিএইচ