Thursday, 28 May, 2015 3:07:29
চাঁদপুর টাইমস, স্টাফ করেসপন্ডেন্ট:
চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচলি মিজি বাড়ীর পুকুরে পড়ে বুধবার সকাল ১১ টায় সুর্বনা নামে আড়াই বছরের এক শিশু কণ্যার করুন মৃত্যু হয়েছে।
জানা যায়, শিশুটি খেলার ছলে পুকুরে পড়ে যায়। বাড়ীর লোকজন দেখে পানি থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা -নিরীক্ষার পর কর্ত্যবরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।
এই সময় শিশুর মা ও নানির আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে। মৃত্যুর খবর শুনে মা ও নানির বিশ্বাস হয়নি, যে তাদের সুর্বনা আর নেই।
ডাক্তার মৃত্যু বলে জানানোর পরেও শিশুটির নানি চিৎকার করে আমার নাতিন বেচে আছে বলে আবার হাসপাতালের জরুরি বিভাগে শিশুটির লাশ নিয়ে ছুটে যায়।
চাঁদপুর সদর হাসপাতাল এলাকায় তখন হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur