চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের ২০১৮-২০২০সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের নির্বাচন পরিচালনা কমিটির গঠনকৃত নতুন কমিটি শুক্রবার (৪ মে) কার্যকরী কমিটির এক সভায় অনুমোদন দেয়া হয়। চাঁদপুর দর্পণ কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আহমেদ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় কার্যকরী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। পরে নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক হাফেজ আহমেদ ২০১৮-২০২০সালের অনুমোদিত নতুন কার্যকরী কমিটির উপস্থাপন করেন।
কমিটিতে সভাপতি হিসেবে মো. আবুল কালাম ভ‚ইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে মো. এনায়েত উল্যা ঢালী নির্বাচিত হয়। এছাড়া অন্যান্য নির্বাচিতরা হচ্ছেন- সিনিয়র সহ সভাপতি মো. বেলায়েত হোসেন খান, সহ সভাপতি যথাক্রমে: অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, মো. দেলোয়ার হোসেন, মো. মিজানুর রহমান, মো. এমরান হোসেন সেলিম, অধ্যক্ষ শাহআলম।
যুগ্ম সম্পাদক যথাক্রমে: মো. সফিকুর রহমান মিজি ও মো. আবু জাফর গাজী। সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. এমরান হোসেন। অর্থ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন। প্রচার সম্পাদক আবুল খায়ের, মহিলা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ আফরোজা খাতুন মেরী। সমাজ কল্যাণ সম্পাদক খোদেজা বেগম লাকী।
দপ্তর সম্পাদক মো. মোতাহের হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শরীফ চৌধুরী। আন্তর্জাতিক সম্পাদক মো. মিজানুর রহমান পাটওয়ারী। ম্যাগাজিন ও সম্পাদক মো. আবু সায়েম। ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান। এছাড়া কার্যকরী সদস্য যথাক্রমে: ইকরাম চৌধুরী, হাফেজ আহমেদ, আলী আহাম্মদ মিয়াজী, মো. মহসীন পাঠান, মো. জসিম উদ্দিন শেখ, মো. আবুল কালাম আজাদ, মো. হারুনুর রশিদ মোল্লা ও নুরুন্নবী জমাদার।
(প্রেস বিজ্ঞপ্তি)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur