Home / উপজেলা সংবাদ / হাইমচর / চাঁদপুরবাসী প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দিতে প্রস্তুত : ত্রাণমন্ত্রী
Haimchar

চাঁদপুরবাসী প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দিতে প্রস্তুত : ত্রাণমন্ত্রী

পহেলা এপ্রিল চাঁদপুরবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দূর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। শনিবার (২৪ মার্চ) বেলা ১১ টায় হাইমচরে ৬ষ্ট জাতীয় স্কাউট সম্মেলন মাঠ পরিদর্শনকালে তিনি এমনটি জানিয়েছেন।

এ সময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে চাঁদপুর জেলায় অভুতপূর্ব উন্নয়ন ঘটেছে। ৬ষ্ট জাতীয় স্কাউট সম্মেলন (কমডেকা) উপলক্ষে হাইমচরে রাস্তা ঘাট, কালভার্ট, ব্রিজ নির্মান সহ ব্যাপক উন্নয়ন ঘটেছে।

এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোফাজ্জল হোসেন খাঁন, ত্রান মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল, ভূমি সংস্কার আপিল বিভাগের সচিব মাহফুজুর রহমান। চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, অতিঃ জেলা প্রশাসক মাসুদুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।

এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শফিকুল ইসলাম, আ’লীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আ’লীগের সভাপতি নাছির আহমেদ ভূইয়া, সাধারন সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারী, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুর রহমান, হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আতিকুর রহমান পাটওয়ারী সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্কাউটস সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদক : বিএম ইসমাইল