Home / চাঁদপুর / চাঁদপুরবাসীকে যেসব আশ্বাস দিয়ে গেলেন প্রধানমন্ত্রী
Hasina stadium

চাঁদপুরবাসীকে যেসব আশ্বাস দিয়ে গেলেন প্রধানমন্ত্রী

চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বেশ কিছু পকল্পের আশ্বাস দিয়েছেন।

প্রকল্পগুলো হলো চাঁদপুরে একটি মেডিকেল কলেজ স্থাপন, হাইমচরে একটি অর্থনেতিক অঞ্চল ও এ অঞ্চলে উৎপাদিত পণ্য সরবরাহে একটি আধুনিক নৌ-বন্দর, পদ্মা-মেঘনার মিলনস্থলে নৌ-ভ্রমণের জন্যে একটি পর্যটন কেন্দ্র।

চাঁদপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চাঁদপুরে আমি ১টি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দিয়েছি, আরো নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। আমরা ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। যাদের বিদ্যুৎ নেই তাদের জন্যে সোলারের ব্যবস্থা করে দিয়েছি। আজকে ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ইনশাল্লাহ কোনো মানুষ অন্ধকারে থাকবে না। প্রতি ঘরে আমরা আলো জ্বালাবো।

এর আগে রোববার (০১ এপ্রিল) বিকেল ৩টা ৫ মিনিটে সমাবেশস্থল চাঁদপুর স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি।

এসময় তিনি বোতাম টিপে ৪৮ প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি তার বক্তব্যে নতুন এসব প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।

এদিকে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে সকাল থেকেই জেলার আট উপজেলা থেকে বিভিন্ন কালারের টি-শার্ট পরিহিত নেতা কর্মীরা ব্যানার, পেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করে।

দুপুর ১২টা থেকেই বক্তব্য রাখতে শুরু করেন দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

চাঁদপুর টাইমস রিপোর্ট