Home / চাঁদপুর / চাঁদপুরকে শান্তির শহর হিসেবে গড়ব : মেয়র নাছির উদ্দিন
chandpur pourasava

চাঁদপুরকে শান্তির শহর হিসেবে গড়ব : মেয়র নাছির উদ্দিন

চাঁদপুর পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজিআইপি-৩) এর আওতায় নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) এর সভা বুধবার (২১ মার্চ) বেলা ১১ টায় চাঁদপুর পৌর পাঠাগারে অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘পৌরবাসির উন্নত সেবা দেয়ার জন্যে এবং পৌরসভার আরো বেশি উন্নত করার লক্ষ্যে এ নগর সমন্বয় কমিটির সভা। পৌরসভার মানুষ যাতে নিরাপত্তার সাথে সুখে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারে সেজন্যেই আমরা এ সভার আয়োজন করেছি। আমরা প্রত্যেকেই সুখে,শান্তিতে এবং নিরাপদে বসবাস করতে চাই। আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতায় ইতোমধ্যেই আমরা পৌরবাসীর নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে অনেকটাই সক্ষম হয়েছি। তবে আরো বেশি ভালো থাকার চেষ্টা অব্যহত রয়েছে।’

তিনি আরো বলেন,‘এবার অতিরিক্ত বৃষ্টির কারণে সারা বাংলাদেশের সাথে চাঁদপুরের রাস্তাঘাটগুলোর ও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু সড়ক ও ট্রাকরোড চলার অনুপযোগি হয়ে পড়ে। সেগুলোসহ শহরের অনেক সড়কের সংস্কার কাজ ধরা হয়েছে। আশা করি আগামী কয়েক মাসের মধ্যে চাঁদপুরের প্রধান,প্রধান সড়কগুলো সংস্কার হয়ে যাবে।’

তিনি আরো বলেন,‘চাঁদপুরের শান্তি রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যার যার অবস্থান থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবো। সকলের সম্মলিত প্রচেষ্টায় আমরা চাঁদপুরকে শান্তিময় শহর হিসেবে গড়ে তুলবো। শহরকে ময়লা আবর্জনা থেকে পরিস্কার পরিছন্ন রাখবো। একই সাথে আমরা মাদক,সন্ত্রাস ও বাল্যবিয়েসহ সকল অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করবো।’

পৌরসভার হিসার রক্ষক মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সচিব আবুল কালাম ভূঁইয়া,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাচ্চু পাটওয়ারী,স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডা.সৈয়দা বদরুন্নাহার চৌধুরী,আত্মনিবেদিতা মহিলা সংস্থার পরিচালক ডা.মোস্তাফিজুর রহমান, জেলা ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, পৌর কর্মচারী সংস্থার সভাপতি আ. রশিদ সর্দার,কৃষকলীগ নেতা শাহাজাহান চোকদার,চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক রোটা. কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী,জেলা ন্যাপ সভাপতি আবুল কালাম পাটওয়ারী,ব্যবসায়ী পরেশ মালাকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নুর খানসহ অতিথিবৃন্দ।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
আপডেট,বাংলাদেশ সময় ৫:১০ পিএম,২১ মার্চ ২০১৮,বুধবার
এজি