শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষ, ফাজিল প্রথম বর্ষের ছবক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসার হলরুমে এই আয়োজন করা হয়।
বিষ্ণুদী মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেনের পরিচালনা বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান দেওয়ান, মুক্তিযোদ্ধা মফিজুল হক মজুমদার।
সাবেক শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, আরবি প্রভাষক ফারুকুল ইসলাম, হাফেজ মো. হাবিবুল্লাহ।
আলিম প্রথম বর্ষ, ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক পাঠ করান আরবি প্রভাষক আবু জাফর মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৯ম শ্রেণীর ছাত্র ইসমাইল হোসেন ও নাতে রাসূল (সা.) পাঠ করেন দাখিল পরীক্ষার্থী ফারজানা খন্দকার। সবশেষে মাদ্রাসার বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৩১ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur