ফখরুল হুদা হেলাল কুমিল্লার সাহিত্য সংস্কৃতি অঙ্গণে একটি পরিচিত মুখ। একাধারে তিনি একজন কবি, নাট্যকর্মী ও সংগঠক।
১৯৬৯ সালে কুমিল্লার টাউনহলের বীরচন্দ্র নগর মিলনায়তনে মাঞ্চায়িত “পাহাড়িফুল” নাটকে অভিনয়ের মধ্যদিয়ে একজন মঞ্চনাটক অভিনেতা ও থিয়েটার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ হয় ফখরুল হুদা হেলালের।
এরপর তিনি নিজের রচনা ও নির্দেশনায় নির্মিত শিশু-কিশোরদের নাটক “মণিমালা” দিয়ে ব্যাপক প্রশংসা কুড়ান।
পরবর্তীতে “ত্রিধারা” শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, “রেঁনেসা নাট্যগোষ্ঠী” এবং “প্রগতি নাট্য সংঘে”র উপদেষ্টাও ছিলেন তিনি।
অসহযোগ আন্দোলনের সময় ফখরুল হুদা হেলাল নগর মিলনায়তনে মাঞ্চায়িত নাটকে বিশিষ্ট অভিনয় শিল্পী দু’বোন আনোয়ারা ও নার্গিসের সঙ্গে অভিনয় করে প্রশংসিত হন।
কাব্যজগতে তাঁর আগমন ঘটে স্বাধীনতার পরপর ১৯৭২ সালে। ওই বছরই তিনি প্রতিষ্ঠা করেন সাহিত্য-সংস্কৃতি সংগঠন “সে আমি তুমি”। এই সংগঠনের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। সংগঠনটি বিপুল সাড়া জাগিয়েছিল এবং এর সুনাম কুমিল্লা ছাড়িয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ প্রভৃতি শহরেও ছড়িয়ে পড়েছিল।
১৯৭৪ সালের মে মাসে কুমিল্লায় আয়োজন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম কবি সম্মেলন। ওই সম্মেলনে শহীদ কাদরী, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, মুহম্মদ নূরুল হুদা, মহাদেব সাহা, আবু করিম, আসাদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ জাহাঙ্গীর এবং বিদেশ থেকে বিশিষ্ট লেখক মৈত্রেয়ী রায়সহ বিশিষ্ট কবিবৃন্দ অংশগ্রহণ করেছিলেন।
১৯৭৭ সালেই তিনি “প্রতিধ্বনি” নাট্য সংগঠনের নাটক “অভিশপ্ত প্রেম” নাটকে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।
কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের গুণীজন সংবর্ধনা ও নাট্যোৎসব-২০০০-এ সম্মাননা প্রদান করা হয়। তিনি কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা লাভ করেন।
২২ এপ্রিল শুক্রবার চিরবিদায় নেন গুণী ব্যক্তিত্ব ফখরুল হুদা হেলাল। শুক্রবার সকাল ৭ টায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
জুমার নামাজের পর তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন।
কবি ফখরুল হুদা হেলাল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সদস আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার এমপি, আঞ্জুম সুলতানা সীমা এমপি, সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, ম্যাটসের এর পরিচালক ডাঃ মো আজিজুর রহমান সিদ্দিকী প্রমূখ।
কবি ফখরুল হুদা হেলা ১ লা সেপ্টেম্বর, ১৯৫৩ সালের ১লা সেপ্টেম্বর কুমিল্লার সভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলায়। তাঁর ছোট ভাই বদরুল হুদা জেনু একজন ক্রীড়া সংগঠক ও সংস্কৃতিকর্মী। তিনি “সচেতন নাগরিক কমিটি” (সনাক) কুমিল্লা এর সাবেক সভাপতি।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২২ এপ্রিল ২০২২