Home / সারাদেশ / চরমোনাই যাওয়ার পথে ট্রলার ডুবে তিনজনের মৃত্যু
death

চরমোনাই যাওয়ার পথে ট্রলার ডুবে তিনজনের মৃত্যু

ব‌রিশা‌লের চরমোনাই দরবারের মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে একটি ট্রলার ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে চর‌মোনাই ইউনিয়নের নলচরসংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘ‌টে। ট্রলারটিতে ৪২ যাত্রী ও ৩ জন মাঝিমাল্লা ছিলেন। এ ঘটনায় একজন নিখোঁজ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বরিশাল ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, গতকাল দিবাগত রাত একটার দি‌কে ট্রলারটি ডু‌বে যায়। রাত পৌনে দুইটায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুর্ঘটনাস্থলে যায়। তবে তীব্র কুয়াশার কারণে উদ্ধার অভিযান শুরু করা যায়নি। আজ বুধবার সকাল নয়টার পর অভিযান শুরু হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী সরকার আজ বেলা দুইটার দিকে বলেন, ট্রলারটিতে ৪২ যাত্রী এবং চালকসহ ৩ জন স্টাফ ছিলেন। ট্রলার ডুবে চারজন নিখোঁজ হন। একজনের লাশ রাতেই উদ্ধার করেন যাত্রীরা। বাকি দুজনের লাশ আজ সকালে উদ্ধার করা হয়। মুসল্লিদের দেওয়া তথ্য অনুয়ায়ী এখনো একজন নিখোঁজ। তাঁকে উদ্ধারে অভিযান চলছে। মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

স্থানীয় বুলবুল আকন নামের এক বাসিন্দা বলেন, ঢাকার দিক থে‌কে মুসল্লিদের নি‌য়ে কাঠের ট্রলারটি চরমোনাইয়ের দি‌কে যাচ্ছিল। পথিমধ্যে ট্রলারটি উল্টে যায়। অনেকে সাঁতরে কিনারে ওঠেন।

বরিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান ব‌লেন, ‌ট্রলারটি সিরাজগঞ্জ থে‌কে চর‌মোনাই মাহ‌ফি‌লের উদ্দেশ্যে আস‌ছি‌ল। তিনজনের লাশ উদ্ধার হ‌য়ে‌ছে। তবে নাম–প‌রিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি। কীভাবে ট্রলার ডুবে গেছে, সেসব ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।