Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে: মায়া চৌধুরী
দেশ

দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে: মায়া চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের কল্যানে শেখ হাসিনা অনেক কল্যানকর কাজ করেছে। আজকে মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে ২০ হাজার টাকা। বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবেনা। ওদের কোনো জনসমর্থন নেই। যদি আসতে পারে তাহলে মুক্তিযুদ্ধের আদর্শ ভুল›িন্ঠত হবে। দেশটা ৫০ বছরের পিছিয়ে পড়বে। কাজেই রাজাকার, আলবদর, আল শামস আর খুনিরা যেনো আর কখনো ক্ষমতায় না আসতে পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নিজেদের অস্তিত্বের জন্য সকল মুক্তিযুদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।’

২৩ ফেব্রুয়ারি বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আওয়ামীলীগের পেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী আরও বলেন, এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়। আর দেশবিরোধী শক্তি কোনোদিন যেনো এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকাতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেনো কোনোদিন ব্যর্থ হতে না পারে এজন্য দেশবাসীসহ সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের ভুলে গেলে চলবেনা আওয়ামী লীগের সরকার মানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার।

মায়া চৌধুরী বলেন, আজকে আমাকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যে সংবর্ধনা পেলাম একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আপনাদের ভালোবাসায় ধন্য। আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাকে যে সম্মান দিয়েছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। শেখ হাসিনা আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা পূরণ করতে চেষ্টা করবো। আপনাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো। আপনারা সবসময় আমার পাশে ছিলেন। আমি এবং আমার পরিবার আপনাদের সেবায় নিয়োজিত রাখবো সর্বদা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ ছাত্তারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুধ। সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার মিয়া মোঃ জাহাঙ্গীর আলম। এতে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন মানিক, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ড দপ্তর এর ইয়াকুব আলী, সহকারী কমান্ড মৃনাল চন্দ্র প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহী, বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ সরকার, সহকারী কমান্ডার সাংগঠনিক গোলাম হোসেন সরকার,মুক্তিযোদ্ধা আবুল হাশেম তপাদার, ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জর্জ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ওে সমাজ সেবক আওয়ামীলীগ নেতা গাজী মুক্তার হোসেন, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান সরকার শুভা, ছেংগারচর পৗর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারি,সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খানসহ ইপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন মুক্তিযোদ্ধারা বক্তারা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে বাংলাদেশ আওয়ামীলীগের সবোচ্চ নীতিনির্ধারনী ফোরাম প্রেসিডিয়াম সদস্য করায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা একজন বীর বিক্রমকে মূল্যায়ন করায় আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেছেন। অনুষ্ঠানে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুধের নেতৃত্বে সকল মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিজস্ব প্রতিবেদক