Home / চাঁদপুর / চট্টগ্রাম স্টেডিয়ামের গ্যালারি রূপ নিলো এক টুকরো চাঁদপুরে
stadium

চট্টগ্রাম স্টেডিয়ামের গ্যালারি রূপ নিলো এক টুকরো চাঁদপুরে

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার(২৬ জানুয়ারি) সিলেট বনাম খুলনার ম্যাচটি শুরুর প্রাক্কালে স্টেডিয়াম ঢুকেন ইলিশের দেশের এই ৯ বাসিন্দা। তাদের উপস্থিতিতে পূর্ব-দক্ষিণ গ্যালারি যেন রূপ নিয়েছিল এক টুকরো চাঁদপুরে।

সবার গায়ে সাদা টি-শার্ট। কারো হাতে সি, কারো হাতে ডি অক্ষর। হাতে থাকা অক্ষরগুলো মিলিয়ে হয় চাঁদপুর। স্টেডিয়াম ঢোকার পর থেকেই গলার স্বর সপ্তমে চড়িয়ে উৎসাহ দিয়ে যাচ্ছিলেন তারা। চার-ছক্কার তালে নেচে-গেয়ে মাতিয়ে রাখছিলেন চারপাশ।

চাঁদপুর সদর উপজেলার মেশাদী ইউনিয়নের বাসিন্দা ৯ তরুণ চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী। বিপিএলে নিজেদের দল না থাকায় তারা সমর্থন দিয়েছেন চিটাগং ভাইকিংসকে।

এর আগে খেলা দেখতে শুক্রবার রাতে চট্টগ্রাম রওনা দেন ক্রীড়াপ্রেমী এ ৯ জন উদ্যমী তরুণ। প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সকালে চট্টগ্রামে পৌঁছান তারা।

দলের সদস্য সাদ্দাম হোসেনের প্রচেষ্টায় মূলত স্টেডিয়ামে আসা। চাঁদপুর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, গত বিপিএলে মাঠে বসে খেলা দেখার প্রস্তুতি ছিল। কিন্তু আসা হয়নি। এবার স্বপ্ন পূরণ হলো।মুশফিক-মিরাজের খেলা মাঠে বসে দেখবো বলে এতদূর আসা। আশা করি ম্যাচটা জমে উঠবে।

দলের আরেক সদস্য শাহীন বলেন, গত ম্যাচে হারলেও আমাদের বিশ্বাস, ঘুরে দাঁড়াবে চিটাগং ভাইকিংস। আজকের (শনিবার) ম্যাচ জিতে ঘরে ফিরতে চাই।

খেলা দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন আরেক সদস্য জাবেদ। তার কথা,‘আমাদের সমর্থন বৃথা যাবে না। আশা করি জয়ের তৃপ্তি নিয়ে ফিরবো।’

স্টাফ করেসপন্ডেট
২৬ জানুয়ারি,২০১৯

Leave a Reply