বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত ইন্সপেক্টর(নিঃ) অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং কর্মকর্তা মোঃ আব্দুর রব।
১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ উপলক্ষ্যে তাকে তাঁর কৃতিত্বসরূপ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
জানা যায়,বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ ২০১৯ সালে জানুয়ারি মাসের সামগ্রিক কর্ম মূল্যায়ন করে কমিউনিটি পুলিশ অফিসার মোঃ আব্দুর রবকে কমিউনিটি পুলিশের এ শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়।মোঃ আব্দুর রবকে এ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট হাতে তুলে দেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম পিপিএম।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম পিপিএম। এদিকে সম্মাননা ক্রেস্ট গ্রহন শেষে তিনি বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তাঁর এই সম্মাননা তিনি সমগ্র চাঁদপুরবাসীকে উৎসর্গ করেন।
করেসপন্ডেট
২০ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur