Home / শিল্প-সাহিত্য / ঘাস : মো. শামীম মাহমুদ
ঘাস : মো. শামীম মাহমুদ

ঘাস : মো. শামীম মাহমুদ

‎মাটির বুকে সবুজের চিরন্তন ছোঁয়া তুমি
হে ঘাস সতেজ করিয়াছ এই ভুবনের ভুমি।
যেই মাটিতে বৈশাখের কতো শতো যে উত্তাপ
সেই মাটিতে শোষিত করেছ রৌদ্রদগ্ধ তাপ।
নিজে শুকিয়া মরে গেছ তবু বাঁচিয়াছ ধরা
যেই মাটিতে হত বৈশাখীর খরদাহের খরা।
প্রিয় বন্ধু তুমি চাষীর কতো আপনজন
ভুলিয়ে দাও কতো ব্যস্ত পিপাসিত পথিকের মন।
তোমার স্পর্শে তাঁজা হয় কৃষকের প্রাণ
তোমার বুকে কৃষক পায় পাকা ফসলের ঘ্রাণ।
যে চাষী উলঙ্গ হয়ে আলপথে চলে
সে চাষীর মলিন পা ধুয়ে দাও শিশিরের জলে।
তোমার এসব অবদান ক্ষুদ্র নহে ভাই
তুমি আমাদের চির বন্ধু, প্রণাম জানাই।

লেখক : পরিচিতি : মোঃ শামীম মাহমুদ, মাদারগঞ্জ, জামালপুর,  মুঠোফোন : ০১৭৮৬৪৭৬৬৮০