চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারর মাঝে ঘর হস্তন্তর করা হয়েছে। ২০ জুন রোববার ভূমিহীন ও গৃহহীন বিশটি পরিবার স্থায়ী নিবাস হিসেবে পাকা বাড়ি পেয়েছেন। ভার্চুয়াল সভার মাধ্যমে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলার ভুমিহীনদেরকে জমিসহ গৃহ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে ২০-২১ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের অধীন ২য় পর্যায়ে তালিকাভুক্ত ভুমিহীন ও গৃহহীন পুনর্বাসিত পরিবারের মাঝে এ ঘর প্রদানের লক্ষ্যে উপজেলার বলিথুবা পশ্চিম ইউনিয়নের বাগড়া বাজার সংলগ্ন সিমেন্টেঘাট এলাকায় ১৩টি ঘর এবং রূপসা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামে ৭টি ঘর তৈরি করে উপজেলা প্রশাসন।
রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে উপজেলা হলরুমে এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদুল্ল্যা তপাদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুষ ছোবহান লিটন ও ঘরপ্রাপ্ত উপকার ভোগী তৃতীয় লিঙ্গের মাহমুদা আক্তার।
প্রতিবেদক:শিমুল হাছান,২০ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur