Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ঝড়ে বহু ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি
ঘরবাড়ি

মতলব উত্তরে ঝড়ে বহু ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি

কালবৈশাখী ঝড়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২২ এপ্রিল শুক্রবার বিকেলে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ঘরের টিন উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার ছেংগারচর পৌরসভার নিজ ছেংগারচর গ্রামের মাইন উদ্দিন দেওয়ান নামে এক কৃষকের বসত ঘরে গাছ পড়ে তার বসত পড়ে যায়। মহান আল্লাহর অশেষ মেহের বানিতে ঘরে থাকা ৬ জন ব্যক্তি অলৌকিকভাবে বেচেঁ যান। তার কোন রকম তাদের রান্না ঘরে গিয়ে আশ্রয় নেন। এ বসত ঘরের টিন উড়ে গিয়ে তার ব্যাপক ক্ষতি হয়েছে।

২৩ এপ্রিল শনিবার দুপুরে সরেজমিনে ঝড়ে ক্ষতিগ্রস্ত মাইন উদ্দিন দেওয়ান এর বাড়িতে গিয়ে ঘরের উপর পড়াব ড় গাছ কাটতে দেখা যায়। তিনি এসময় বলেন,ঝড়ে আমার বসত ঘরের উপর বড় গাছ উপরে পড়ে। আল্লাহর অশেষ মেহের বানীতে আমরা প্রাণে বেঁচে যাই। নতুবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

এছাড়া কালকের কালবৈশাখী ঝড়ে বড় বড় গাছ উপড়ে পড়ে এবং গাছের ডাল ভেঙ্গে আম কাঁঠালের ক্ষতি হয়েছে। এছাড়াও কাল বৈশাখী ঝড়ের সময় বাগানে আম কুড়াতে গিয়ে গাছের ডালা পড়ে পড়ে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘরবাড়ি

এছাড়া মতলব উত্তর উপজেলার উপর দিয়ে শুক্রবার বিকেলে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় রোপা বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে ফলন বিপর্যয়ের আশংকায় হতাশ কৃষক। এছাড়াও ভুট্টা, তরকারি, শাকসবজি, কাঁচা মরিচ, ঘর বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ঠাকুরচর গ্রামের কৃষক তবদিল হোসেন বলেন, আমি ৪ বিঘা জমিতে ব্রি-৯২, হাইব্রিড ও ব্রি-১০০ ধানের আবাদ করেছি। সবেমাত্র ধান কাটার প্রস্তÍুতি নিয়েছি। কিন্তু বুধবার সকালে বাতাসের কারণে ১ বিঘা জমির ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। ধান ঝরে পড়ে গেছে। এ অবস্থায় ফলনের বিপর্যয়সহ লোকসানের আশংকা করছেন কৃষক তবদিল হোসেন মিঝি। তিনি প্রতি বিঘায় প্রায় ৪/৫ মণ ধান কম হবে বলে জানান।

নিজস্ব প্রতিবেদক, ২৩ এপ্রিল ২০২২