Home / চাঁদপুর / ঘন কুয়াশায় যাত্রীবাহী লঞ্চ ও কার্গো নদীতে আটকা
ঘন কুয়াশায় যাত্রীবাহী লঞ্চ ও কার্গো নদীতে আটকা
প্রতীকী ছবি

ঘন কুয়াশায় যাত্রীবাহী লঞ্চ ও কার্গো নদীতে আটকা

আজ বুধবার ভোর থেকে অতিরিক্ত কুয়াশা থাকায় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া এমভি ঈগল-৩ সহ একাধিক যাত্রীবাহী লঞ্চ ও কার্গো আটকে পড়ার খবর পাওয়া গেছ। ঘন কুয়াশায় প্রায় ৩ ঘন্টা নদীতে নৌ-যানচলাচল বিঘ্ন ঘটে।

মুঠোফোনে এমভি ঈগল-২ লঞ্চের যাত্রী ইউসুফ জানান, সকাল ঈগল-৩ বেলা লঞ্চটি চাঁদপুর থেকে ছেড়ে আসার পরপরই ঘন কুয়াশা শুরু হয়ে যায়। এতে করে লঞ্চটি অনেকটা ধীরগতিতে চলতে থাকলেও ড্রেজারবাহী একটি ট্রলারের সাথে ধাক্কা লাগে। এতে কেউ হতাহত হয়নি। পরে লঞ্চটি প্রায় ৩ ঘন্টা বন্ধ রাখা হয়।

ওই যাত্রী আরো জানায়, নদীপথে একই এলাকায় এমভি আওলাদসহ আরো কয়েকটি কার্গো ও লঞ্চ আটকা পড়েছে। তবে ঘন কুয়াশায় জাহাজগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি।

সর্বশেষ খবরে কুয়াশা কিছুটা কেটে যাওয়ায়, আটকা পড়া যাত্রবাহী লঞ্চ ও কার্গগুলো ধীরগতিতে যাত্রাপথে পুনরায় রওয়ানা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট :  : আপডেট ১:১৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার

ডিএইচ