Home / সারাদেশ / সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই গ্রেফতার নয় : আইনমন্ত্রী
গ্রেফতার

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই গ্রেফতার নয় : আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সাংবাদিকদের গ্রেফতার করা না হয় সে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার ৪ নভেম্বর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক গ্রেফতার করা না হয়। এ বিষয়টি তাঁকে বলেছি। তিনিও এতে সায় দিয়েছেন।’

আইনমন্ত্রী বলেন,‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে আমরা কঠোর হবো। যারা ভবিষ্যতে এর অপব্যবহার করবেন-আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ব্যবস্থা করছি। এছাড়া এ আইনে মামলা নেয়া হবে কি না,সেটা এর আগে যাচাই করতে হবে। সন্তুষ্ট হলে পরে মামলা নেয়া যাবে।’

বার্তা কক্ষ , ৪ নভেম্বর ২০২১
এজি