Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
গ্রেপ্তার

হাজীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

৬ জুলাই মঙ্গলবার রাত দিন অভিযান চালিয়ে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা দীর্ঘদিন পলাতক ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঠালী গ্রামের তপাদার বাড়ির মৃত আবিদুর রহমানের ছেলে নজরুল ইসলাম খোকা, তার ছেলে জিসান, কামাল উদ্দিনের ছেলে আবু সুফিয়ান, মৃত কফিল উদ্দিনের ছেলে হেদায়েত উল্ল্যাহ, ৃৃত লাল মিয়া তপাদারের ছেলে শাহ আলম, মৃত আব্দুল জলিলের ছেলে আ. মতিন, জিয়াউল হক জিতুর ছেলে আ. বাকের ও তার পিতা ইয়াকুব আলীর ছেলে জিয়াউল হক জিতু।

অপরদিকে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত মো. মমতাজ উদ্দিনের ছেলে ফজলুল হক বকাউল, তার ছেলে ইকবাল হোসেন, মৃত দুধ মিয়ার ছেলে আব্দুল হামিদ ও জাহাঙ্গীর আলমের স্ত্রী সালমা বেগম।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদের নির্দেশক্রমে এসআই সৈয়দ মোশারফ হোসেন, জয়নাল আবেদীন-২, এএসআই মোজাম্মেল হোসাইন, সুজন কুমার দাস, দিলীপ কুমার দাস, মজির হোসেন, ধীমান বড়ূয়া ও আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স অভিযানে নেতৃত্ব দেন।

থাান অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, ফৌজধারী কার্যবিধি আইনের ১০৭/১১৭ সিআর মামলার ১২ জন আসামীকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন বিজ্ঞ আদালত। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। থানার পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, অপরাধ নির্মূলে থানা পুলিশ সব সময় জিরো টলারেন্স। আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি। যাকেই অপরাধের সাথে যুক্ত পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। করোনার মাঝেও আমাদের বিশেষ অভিযান চলমান থাকবে।

প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়,৭ জুলাই ২০২১