Home / সারাদেশ / গ্রামীণব্যাংকের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
GB

গ্রামীণব্যাংকের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

গ্রামীণব্যাংক চাঁদপুর জোনের পক্ষ হতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলা ১০ টায় বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিল জোনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জোনের জোনাল ম্যানেজার এস.এম.সোয়েব ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর গ্রামীন ব্যাংকের জোনের অডিট অফিসার মো.মোস্তাফিজুর রহমান ও চাঁদপুর এরিয়ার এরিয়া ম্যানেজার বিশ্বজিৎ মজুমদার,জোনাল অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

এ সময় জোনাল ম্যানেজার এস এম সোয়েব মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা এবং ইতিহাস সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন ‘একুশের চেতনাই আজ আমাদের ভাষার স্বাধীনতা এবং স্বাধীন দেশের মানুষ হিসেবে বসবাসের স্বাধীনতা দিয়েছে। ইতিহাস পড়ে জানতে পেরেছি – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন জেলে থেকেও ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। মূলত:‘৫২ এর ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতা প্রাপ্তিকে তরান্বিত করে। যার ফলে আমরা একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করি। ভাষার জন্যে যারা প্রাণ দিয়েছে আজ আমরা গ্রামীণ ব্যাংকের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী তাদেরকে শ্রদ্ধার সাথে স্বরণ করছি । ’

উক্ত আলোচনা সভায় অডিট অফিসার মোস্তাফিজুর রহমানও বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে সকল ভাষা শহীদদের আত্মার প্রতি রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আবদুল গনি
২২ফেব্রুয়ারি ২০২৩