Home / চাঁদপুর / ‘সারা দেশে এক দামে বিক্রি হবে গ্যাস সিলিন্ডার’
lpg

‘সারা দেশে এক দামে বিক্রি হবে গ্যাস সিলিন্ডার’

সারা দেশে একই দামে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নুরুল আমিন।

২৫ মার্চ শনিবার চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, এলপিজির দাম প্রতি মাসেই নির্ধারণ করা হয়। সে অনুযায়ী সারা দেশে একই দামে এটি বিক্রি হবে। যদি কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করে, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের বন্ধ হয়ে যাওয়া ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটির রক্ষণাবেক্ষণ শেষে দ্রুত উৎপাদন শুরুর তাগিদ দেন বিইআরসি চেয়ারম্যান। এদিকে একটানা ১০ বছর জাতীয় গ্রিডে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে চাঁদপুরের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

তবে সম্প্রতি বেশকিছু যন্ত্রাংশ অচল হয়ে পড়ায় ব্যাহত হয় স্বাভাবিক উৎপাদন। এতে রক্ষণাবেক্ষণের জন্য গত ডিসেম্বরে পুরোপুরি বন্ধ করা হয় উৎপাদন। তবে আবারও উৎপাদনে ফিরতে প্রকৌশলীরা দিনরাত কাজ করছেন বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক।

চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী নুরুল আবছার বলেন, বিদ্যুতের সরবরাহ বাড়াতে যতদ্রুত সম্ভব এ বিদ্যুত কেন্দ্রটি চালু করার জন্য কাজ চলছে।

স্টাফ করেসপন্ডেট, ২৫ মার্চ ২০২৩