গুলশানের রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান।
তিনি জানান, ওই রেস্টুরেন্টে গোলাগুলির সময় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
গোলাগুলির সময় সালাউদ্দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, রাত সাড়ে ৯টার দিকে হলি আর্টিসানে হামলা করে কয়েকজন অস্ত্রধারী। এসময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে রেস্টুরেন্টের অবস্থানকারীদের জিম্মি করে। পুলিশ র্যাব ও সোয়াত পুরো এলাকা ঘিরে রেখেছে। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে দুই পুলিশ ও একজন মাইক্রোবাস চালক। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত আরো অনেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছে বলে জানা যাচ্ছে। (বাংলামেইল)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১২:৪৫ এএম, ২ জুলাই ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur