সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। অনেকেই ভিডিওটি পছন্দ করছেন। ফেসবুক থেকে টুইটার সর্বত্রই দেখা যাচ্ছে ভিডিওটি।
তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গুরুদুয়ারাতে নামাজ আদায় করছেন। গুরুদুয়ারার পাঠের সাথে সাথে নামাজ পড়া চলছে, কোনো এক অজ্ঞাত ব্যক্তি ওই ভিডিওটি ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। এই সুন্দর ভিডিওটির প্রশংসাও করেছে অনেকে।
শিখ ইনসাইড নামক একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে। পেজটি গুরুদুয়ারার ভিডিও শেয়ার করে থাকে। অনেকেই বলছেন, এটি মালয়েশিয়ার একটি ভিডিও। এই ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে বলা হয়, এক মুসলমান ভাই গুরুদুয়ারাতে বসেই নামাজ আদায় করছেন।
হয়তো তিনি মসজিদ পাননি, তাই গুরুদুয়ারাতে বসেই তাকে নামাজ আদায় করতে হয়েছে। সৃষ্টিকর্তা অভিন্ন, সে কথা মাথায় রেখে ভিডিওটি বেশিরভাগ মানিষ পছন্দ করেছে। গত মঙ্গলবার ভিডিওটি শেয়ার করা হয়। আজ পর্যন্ত ৬০ হাজারের বেশি লোক এই ভিডিও দেখেছে।
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur