Home / চাঁদপুর / গুম খুন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ফুসে উঠেছে
গুম

গুম খুন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ফুসে উঠেছে

বর্তমান সরকার কর্তৃক বিএনপি নেতা কর্মীদের গুম হত্যার স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা বিএনপি। 

মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

এসময় তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতির ফলে মানুষ আজ দিশেহারা। অচিরেই বাংলাদেশ শ্রীলংকা হতে যাচ্ছে।

সিলেটের ইলিয়াছ আলী, চৌধুরী আলম সহ ৫ হাজার নেতাকে গুম করেছে এ সরকার। পুলিশ দিয়ে তারা হাজার হাজার নেতা-কর্মীকে খুন করেছে। চাঁদপুরে ২৩ জনকে হত্যা করা হয়েছে। গুম খুন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ফুসে উঠেছে। আজকে গুম খুন নিয়ে আন্তর্জাতিক দিবস পালন করা হচ্ছে।

তিনি আরো বলেন, গুম খুন হওয়া পরিবারের চোখের পানি বন্ধ হচ্ছে না, তারা তাদের আপনজনকে ফিরে পেতে চায়। আজ মানুষ সোচ্চার হয়েছে। এ সরকারের লুটেরারা বিভিন্ন কথিত প্রজেক্ট বানিয়ে হাজার হাজার কোটি টাকা দূর্নীতি করছে। অচিরেই তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। জনগনের ক্ষমতা জনগনের কাছে হস্তাস্তর করতে হবে।

চাঁদপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, খলিলুর রহমান গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর,  চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান,

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু,চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার গাজী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম নজু, চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেকে।

প্রতিবেদক: মাজহারুল মাজহারুল ইসলাম অনিক,৩০ আগস্ট ২০২২