Home / চাঁদপুর / গাছের সাথে এমন শত্রুতা কীভাবে করতে পারল মানুষ
গাছের সাথে এমন শত্রুতা, গাছের সাথে এমন শত্রুতা, গাছের সাথে এমন শত্রুতা

গাছের সাথে এমন শত্রুতা কীভাবে করতে পারল মানুষ

চাঁদপুর শহরে সবুজ নার্সারিতে অন্তত দুই হাজার বিভিন্ন প্রজাতির ফলদ চারা কেটে বিনষ্ট করা হয়েছে। সোমবার রাতের কোনো এক সময় শহরের বঙ্গবন্ধু রোডে গাছের চারার সঙ্গে এমন শত্রুতা করা হয়েছে।

জানা যায়, কে বা কারা রাতের আঁধারে নার্সারিতে ঢুকে, আম, জাম, কাঁঠাল, লিচু পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা কেটে নষ্ট করে। এতে অন্তত দুই থেকে আড়াই হাজার চারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবুজ নার্সারির মালিক মঞ্জুর হোসেন চৌধুরী মিন্টু জানান, মানুষে মানুষে ঝগড়া-বিবাদ বা মনমালিন্য থাকতেই পারে। কিন্তু গাছের চারার সঙ্গে এমন শত্রুতা কীভাবে করতে পারল মানুষ। বর্ষা মৌসুমে বিক্রি উপযোগী প্রায় পাঁচ লাখ টাকার চারা নষ্ট করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে থানায় অভিযোগ দেয়ার কথাও জানালেন নার্সারি মালিক।

চাঁদপুর করেসপন্ডেট, ১ জুলাই ২০২০