চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা এ খায়ের কিন্ডারগার্টেনে শনিবার (৩ মার্চ) সকাল ৯ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রধান উপদেষ্টা ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোঃ হাসান খান।
শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান করবেন। নিয়মিত পড়া আদায় করবেন। বাড়ির কাজগুলোও শিক্ষার্থীরা সঠিকভাবে সম্পন্ন করছে কিনা এ বিষয়ে তদারকি করবেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষা ব্যবস্থা ভালো হলে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। আর এ জন্য আপনাদের সকলের আন্তরিকতা থাকতে হবে। প্রতিষ্ঠানের সুনাম থাকলে ছাত্র-ছাত্রী ডেকে আনতে হবে না। প্রতিষ্ঠানের সকলকে আরো আন্তরিক হয়ে কাজ করার জন্য আহবান জানান এবং অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক-প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম।
প্রধান শিক্ষক খাজা মো. মামুনুর রশিদের উপস্থাপনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো.আরিফুর রহমান। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ আসাদুল্লাহ গালিব, নাতে রাসূল (সা.) পেশ করেন মো. রবিউল।
উপস্থিত ছিলেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাসক অর্জূন চন্দ্র, পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ইউপি সদস্য জাকির হোসেন, শাহ্ জালাল নান্নু, জাকিয়া শামীম, সিরতাজ বেগম মায়া, শাহ্ জালাল সাজু, রফিকুল ইসলাম, মো. নুরুজ্জামান, হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম মিলন।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুন্নাহার, তাছলিমা আক্তার, জেসমিন আক্তার, আখি, মানসুরা, নাছির উদ্দিন, সাজিদুল ইসলামসহ অভিভাবকবৃন্দ। সবশেষে ক্রীড়ানুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
করেসপন্ডেন্ট