জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ফরিদগঞ্জের গল্লাক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। রোববার ১১ অক্টোবর বিকালে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে উক্ত গোল্ডকাপ খেলা প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনগুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গনি পাটওয়ারী বাবুল, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হরিপদ দাস, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা জানিবুল হক জুয়েল, পুতুল সরকার ও নজরুল ইসলাম সুমন।
উক্ত গোল্ডকাপ খেলার মূল আয়োজক আওয়ামী লীগ নেতা আব্দুস ছাত্তার পাটওয়ারী, খোকন আখন্দ ও ব্যবসায়ী আব্দুল মান্নান মিঠু।
উদ্বোধন খেলায় অংশগ্রহন করেন গল্লাক স্পোর্টিং ক্লাব ও নোয়াগাঁও একাদশ ক্লাব।
জহিরুল ইসলাম জয় , ১১ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur