Home / জাতীয় / রাজনীতি / গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করতেই পৌর নির্বাচনে অংশগ্রহণ : মির্জা ফখরুল
Fakhrul

গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করতেই পৌর নির্বাচনে অংশগ্রহণ : মির্জা ফখরুল

আজ শনিবার মির্জা ফখরুল এক আলোচনা সভায় বলেন, ‘পৌর নির্বাচনে যদি দল অংশ না নিত তাহলে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এটা নিয়ে ছুতা করে একটি জঙ্গিবাদী এবং গণতন্ত্রবিরোধী শক্তি হিসেবে বিএনপিকে চিহ্নিত করার সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছিল। এ জন্যই নির্বাচন করা ছাড়া আমাদের কোন বিকল্প পথ ছিল না। আর এর উদ্দেশ্য হল , গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করা।’

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত ‘পৌরসভা নির্বাচন ২০১৫ : বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মুস্তাহিদুর রহমান, ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আমীন বেপারী প্রমুখ।

নিউজ ডেস্ক || আপডেট: ০৯:০৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫, শনিবার

এমআরআর