Home / আন্তর্জাতিক / কোরআন হাতে নিয়ে মুসলিম নারী বিচারকের শপথ
কোরআন হাতে নিয়ে মুসলিম নারী বিচারকের শপথ

কোরআন হাতে নিয়ে মুসলিম নারী বিচারকের শপথ

আমেরিকায় প্রথমবারের মতো এক মুসলিম নারী বিচারক শপথ নিলেন। তার নাম ক্যারোলিন ওয়াকার ডিয়ালো। নিউইয়র্কে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে কারিমে ছুঁয়ে বিচারক হিসেবে শপথ নেন ৪০ বছর বয়সী ওই নারী।

নির্বাচনের মাধ্যমে ব্রুকলিনের বাসিন্দা কৃষ্ণাঙ্গ ক্যারোলিন বিচারক নির্বাচিত হয়েছেন চলতি বছরের ৩ নভেম্বর। নির্বাচনে তার পক্ষে সরব ছিলেন প্রবাসী বাংলাদেশীরাও।

শপথ অনুষ্ঠানে বিচারক ডিয়ালোর মেয়ে মারয়াম ডিয়ালো পবিত্র কোরআনে কারিমের কিছু অংশ অনুবাদ করে শোনান। যেখানে শান্তি ও সাম্যের কথা বলা হয়েছে।

শপথ শেষে বিচারপতি ক্যারোলিন বলেন, ‘আমি এ দায়িত্ব পেয়ে আনন্দিত। আমি বিনয়ের সঙ্গে সবার অবগতির জন্য বলতে চাই যে, শান্তিপূর্ণ সমাজ গঠনে বিচার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আশি করি, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি সবার সহযোগিতা পাব।’

চলমান সময়ের রাজনৈতিক বিতর্ক নিয়ে তার মন্তব্য হলো, ‘আমেরিকার মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং বাজে কোনো বিষয় নিয়ে সময় ব্যয় করার মানে হয় না।’

নিউজ ডেস্ক ।। আপডেট : ০৯:১০ এএম, ১২ ডিসেম্বর ২০১৫, শনিবার

ডিএইচ