Home / জাতীয় / রাজনীতি / গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকলে ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেয়া উচিত
গণতন্ত্রের

গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকলে ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেয়া উচিত

কুমিল্লায় শুরু হয়েছে তিন দিন ব্যাপি কুমিল্লা বিভাগীয় স্টার্টআপ ইনকিবেশন প্রশিক্ষণ কর্মশালা।১২ ফেব্রুয়ারি শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী স্থানীয় সরকার, সমবায় ও ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আইসিটি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার, কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্বিবদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এ এফ এম আবদুল মঈন, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল এডমিরাল (অব) মোঃ আবু তাহের, আইসিটি আইসিটি বিভাগের উপ-প্রকল্প পরিচালক ও উপ-সচিব ড. মোঃ মিজানুর রহমান প্রমূখ।

এছাড়াও কুমিল্লা জেলা প্রশাসন জেলা প্ররিষদ ও সিটি কর্পোরেশনের পদস্থ কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি পুর্ণগঠন বিষয়ে বিএনপির অংশগ্রহন প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন- গণতন্ত্রের প্রতি নূণ্যতম শ্রদ্ধা থাকলে ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেয়া উচিত।

মন্ত্রী বলেন, নির্বাচনে কেউ যদি অংশ গ্রহন না করে এতে এক পক্ষ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হবেই। সুতরাং বাংলাদেশ একটি গণতন্ত্রিক দেশ, গনতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দায়িত্ব আছে।

আইসিটি বিভাগ আয়োজিত কুমিল্লা বিভাগীয় স্টার্টআপ ইনকিবেশন এর তিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৩১ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,১২ ফেব্রুয়ারি ২০২২