খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ও যিশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন ২৫ ডিসেম্বর বুধবার আনন্দ উৎসব ও নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে।
সন্ধ্যায় ব্যাপিস্ট চার্চে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান খ্রিষ্টান ধর্মালম্বীদের সাথে বড় দিনের কেক কাটেন।
সান্তাক্লজের ভূমিকায় ছিলেন পিনাক বাইন, অনুবাদক আলব্রান্ট স্বপন কর্মকার,
চার্চ পালক অনুপ দাস, সম্পাদক সলেমান মন্ডল পরিচালক ও পরিচালিকা রুপলেখা কর্মকার, মনিন্দ্র বর্মন, স্বপন কর্মকার, সমিউল বাইন, পিতর বেপারী, জোসেপ দাস, রেবারেন এনকে দাস গুপ্ত।
এ উপলক্ষে চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়কের ব্যাপিস্ট চার্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় এ প্রতিষ্ঠান সাজানো হয় বর্ণিল সাজে। সকাল ৯টায় সমস্ত খ্রিস্টীয় ভক্তবৃন্দ উপাসনালয়ে মিলিত হয়ে প্রার্থনা করেন। এরপর বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ক্রিস্টমার্স অনুষ্ঠানে গীতিআলেখ্য পরিবেশন করা হয়। এরপর শান্তা ক্লজ সবার মাঝে উপহার বিতরণ করেন।
খ্রিস্ট ভক্তবৃন্দ এ দিনটির জন্যে প্রতিবছর অধির আগ্রহে অপেক্ষা করে থাকে। এদিনে সবাই নতুন পোশাকে আনন্দে মেতে উঠে। বড়দিনের উৎসবকে ঘিরে পর্যাপ্ত র্যাব-পুলিশের নিরাপত্তা বলয় জোরদার করা হয়।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ২৫ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur