Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ‘খেলাধুলার মাধ্যমে জঙ্গি, মাদক, ইভটিজিংকে বিদায় দিতে হবে’
khela dhula maya

‘খেলাধুলার মাধ্যমে জঙ্গি, মাদক, ইভটিজিংকে বিদায় দিতে হবে’

দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি বলেছেন, খেলাধুলার মাধ্যমে জঙ্গি, মাদক, ইভটিজিংকে সমাজে থকে বিদায় দিতে হবে। খেলাধুলায় লিপ্ত থাকলে সমাজের যুবক শ্রেণীর ছেলেরা সামাজিক অপরাধের সাথে জড়িত হবে না। তাই তাদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন প্রস্তাবিত মায়া বীর বিক্রম স্টেডিয়ামে চাঁদপুর পুলিশের আয়োজনে ইউনিয়ন পর্যায়ের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুর্নামেন্টে মতলব উত্তরের ইউনিয়ন পর্যায়ে মোহনপুর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে ফতেপুর পূর্ব ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

ত্রাণ মন্ত্রী আরো বলেন, খেলাধুলার মাধ্যমে দেশকেও বিশে^র দরবারে আলোকিত করা যায়। সেদিক থেকে বাংলাদেশও অনেক এগিয়ে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সুনামের সাথে এগিয়ে চলছে। উঠতি বয়সী সকল ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি অগ্রসর হওয়ার জন্য আহŸান জানান মন্ত্রী।

এর আগে বিকেল সাড়ে ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলা উদ্বোধন করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদের সভাপতিত্বে আন্তঃজেলা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী হিসেবে বক্তব্যরাখেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

ছেঙ্গারচর মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. কামাল হোসেনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবাসয়ী জেলা পুলিশ সুপারের পতি মোঃ হেলাল উদ্দিন, ছেঙ্গারচর পৌর মেয়র রফিকুল ইসলাম জজ, স্বর্ণপদকপ্রাপ্ত মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, ত্রানমন্ত্রীর পিআরও দেওয়ান ফারুক, ত্রানমন্ত্রীর পিএস মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোঃ মোজাম্মেল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান,জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মিনহাজ উদ্দিন খান প্রমুখ।

খেলা পরিচালনা করেন রেফারী মো. সেলিম আহমেদ টুমু। সহকারী রেফারী মাসুদুর রহমান মাছুম, মাছুম বেপারী। খেলায় সার্বিক সহযোগীতায় ছিলেন, এসআই মোবারক, এসআই মোস্তফা কামাল, এসআই ইব্রাহিম, এএসআই মোঃ আরিফ হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক একে আজাদ প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ