সরকারের বিগত ১০বছরের সাফল্য ও উন্নয়ন ভাবনা সরকারের ১০টি উদ্যোগ জনগণকে অবহিত করনের লক্ষ্যে উম্মুক্ত বৈঠক ও সংগীতানুষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তরের মিলায়তনের অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা তথ্য অফিসের আয়োজনে এ ১০ টি বিষয়ের মধ্যে বাল্য বিয়ে, মাদক, সন্ত্রাস, শিশু ও নারী স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক, শিশু পাচার ও নিরাপদ সড়ক প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো:সামসুজ্জামান।
তিনি বক্তব্যে বলেন, দেশের মানুষ এই সরকারের সময়ে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া দেখতে পাচ্ছে। সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে যুব শক্তি তৈরি করছে।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় আওতায় গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (সংগীত) মো. জাবিউল হাই।
সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়র হোসেনের পরিচালনায় যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো- অর্ডিনেটর রেজাউল হক।
এ সময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থীবৃন্দ।
সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী আবদুল হালীম খান ও তাসলিমা আক্তার ।
প্রতিবেদক- আনোয়ারুল হক
২৩ অক্টোবর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur