বিরল উপজেলায় বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় ফারুক হোসেন (৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। ২০ জুন শনিবার দুপুর ১২টার দিকে বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফারুক হোসেন বিরল উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
বিরল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাহার ইসলাম বলেন, শনিবার দুপুরে কাশিডাঙ্গা গ্রামে বিদ্যুতের খুঁটিতে তার মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে খুঁটিতে আটকে যান ফারুক হোসেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে ফারুক হোসেনের মরদেহ নিচে নামানো হয়। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফারুকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিকেলে তাকে দাফন করা হয়।
বার্তা কক্ষ, ২০ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur