চাঁদপুর জেলার তিনটি সরকারি প্রতিষ্ঠান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উন্নত খাবার ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।
বৃহস্পতিবার ১৩ মে বেলা ১১ টায় চাঁদপুর জেলা কারাগার,বাবুরহাট চাঁদপুর শিশু পরিবার ও চাঁদপুরের চিকিৎসা সেবায় অনন্য প্রতিষ্ঠান ২৫০ শয্যা হাসপাতালে সরাসরি যোগা যোগ করে এ তথ্য জানা গেছে ।
এসব সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত উন্নতমানের খাবার পরিবেশন এর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। চাঁদপুর জেলা কারাগারের সুত্রে জানা গেছে চাঁদপুর জেলা কারাগারে বন্ধিদের মধ্যে ঈদের দিন সকাল,দুপুর এবং রাতে উন্নতমানের খাবার পরিবেশন করার উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ । জেলা কারাগার বর্তমানে ৫ শতাধিক বন্দী অবস্থান করছে ।

চাঁদপুর জেলা শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মনিরুজ্জামান জানান,চাঁদপুর জেলা শিশু পরিবারের তত্ত্বাবধায়নে আজ বৃহস্পতিবার দুপুরের শিশু পরিবারের সদস্যদের মধ্যে প্রায় ২০ প্রকারের ঈদের প্রসাধনী বিতরণ করা হয়েছে । এর মধ্যে রয়েছে কামিজ-সালোয়ার পিস,চুড়ি, বাটার জুতো ও নানা রকম জুয়েলারী প্রসাধনী ।
সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক রজত শুভ্র এসব প্রসাধনী ১১৩ জন শিশুর মধ্যে বিতরণ করেন। এ ছাড়াও ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত পাঁচবার পর্যায়ক্রমে তাদের উন্নতমানের খাবার পরিবেশন করার ব্যবস্থা নিয়েছে সমাজ কল্যাণ অধিদপ্তর নিয়ন্ত্রিত এ শিশু পরিবার প্রতিষ্ঠানে।

চাঁদপুর চিকিৎসা ক্ষেত্রে অনন্য প্রতিষ্ঠান ২৫০ শয্যা হাসপাতালের কর্মরত মেডিকেল অফিসার ডা. এ এইচ এম সুজাউদ্দৌলা জানান, চাঁদপুর হাসপাতালে বর্তমানে প্রায় ২২০ জন রোগী অবস্থান করছে। ঈদের দিন উন্নতমানের খাবার পরিবেশন করা হবে ।
সরকারি নির্দেশ মোতাবেক নির্দেশিত নিয়মে উন্নত মানের খাবার পরিবেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান ।
আবদুল গনি , ১৩ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur