চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে জামানত হারাচ্ছেন ৫ জন প্রার্থী। তন্মধ্যে চেয়ারম্যান প্রার্থী দুু’জন ও সাধারণ সদস্য (মেম্বার প্রার্থী) ৩ জন।
গত রোববার (১৬ এপ্রিল) খাদেরগাঁও ইউপি নির্বাচনে ১৫ হাজার ২শ’ ১জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছে ১০ হাজার ৭শ’ ৯৬ জন।
চেয়ারম্যান পদে ভোট প্রয়োগ হয়েছে ১০ হাজার ৫শ’ ৯০টি।
নির্বাচনী বিধি অনুযায়ী প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে ওই প্রার্থীর তার জামানত হারাবে। সে অনুযায়ী চেয়ারম্যান পদে জামানত হারাচ্ছেন- স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম (প্রতীক চশমা), তার প্রাপ্ত ভোট সংখ্যা ৪৬টি।
এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ইয়াছিন (প্রতীক হাতপাখা) প্রাপ্ত ভোট সংখ্যা ২শ’ ১০টি। তিনিও জামানত হারাচ্ছেন।
অপরদিকে সাধারণ সদস্য পদে জামানত হারাচ্ছেন ৩ জন। তাদের মধ্যে-৪নং ওয়ার্ডের মো. জসিম উদ্দিন (প্রতীক মোরগ)।
এ ওয়ার্ডে প্রাপ্ত ভোট সংখ্যা ৮শ’ ৩৫টি। তিনি ৪৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন । ৫নং ওয়ার্ডের প্রাপ্ত ভোট সংখ্যা ১ হাজার ৯৬টি। তন্মধ্যে মো. আব্দুর রহিম (প্রতীক টিউবওয়েল) ৯৪ ভোট পেয়ে এবং মো. আবুল কালাম দেওনজি (প্রতীক ফুটবল) ৫৬ ভোট পেয়ে তারা তাদের জামানত হারিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আবু জাহেদ ভূঁঞা জানান, যেকোন প্রার্থী প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে সে তার জামানত পাবে না।
প্রতিবেদক-মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ০৯: ০০ পিএম, ১৭ এপ্রিল ২০১৭, সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur