চট্রগ্রামে অনুষ্ঠিত ৩৬ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় আগামী ২৫ এপ্রিল খাগড়াছড়ির সাথে খেলবে চাঁদপুর জেলা ক্রিকেট দল ।
এ উপলক্ষে আজ রোববার ভোরে চট্রগ্রাম রওয়ানা করেছে চাঁদপুর জেলা ক্রিকেট দল । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় চট্রগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চটগ্রাম বিভাগের কয়েকটি জেলা নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি চাঁদপুর টাইমসকে জানান, সোমবারের ম্যাচে চাঁদপুর দলকে অবশ্যই জয়লাভ করতে হবে। জয় পেলেই চাঁদপুর জাতীয় ক্রিকেটের প্রথম ধাপে উওীর্ন হতে পারবে এবং ক্রিকেট বোর্ড থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। আশা করি খেলোয়াড়দের নৈপুণ্যে দলটি অবশ্যই জয়লাভ করবে ।’
চাঁদপুর ক্রিকেট দলের কোচ শামিম ফারুকীর সাথে মুঠোফোনে আলাপকালে জানান, ‘খাগড়াছড়ির সাথে অবশ্যই চাঁদপুর জেলা দলকে জয়লাভ করতে হবে । দলটি অবশ্য জয়লাভ করবে এই প্রত্যাশা করছি। ’
চঁাঁদপুর জেলা ক্রিকেট দলের খেলোয়াড়গণ হলেন-সাইফুল ইসলাম,সাইদুল ইসলাম জিসান,পলাশ কুমার সোম,মোশারফ বাবু, মোঃ রনি, হানীফ ঢালী হীরা, তোফায়েল মাল, রাফসান জানি, সাদ্দাম হোসেন, মনিরুল ইসলাম, সাখওয়াত হোসেন, অলিভ বাবু, মেহেদী হাসান,রিয়াদ হোসেন,ইব্রাহীম খলিল।
ম্যানেজার-মোঃ নজরুল ইসলাম।কোচ-মুরাদ হোসেনও সহকারী কোচ সাইফুল ইসলাম সোহাগ ।