Home / উপজেলা সংবাদ / জোয়ারে নিমজ্জিত মতলব ফেরীঘাট : দু’ঘন্টা চলাচল বন্ধ
জোয়ারে নিমজ্জিত মতলব ফেরীঘাট : দু’ঘন্টা চলাচল বন্ধ
মতলব দক্ষিণ উপজেলায় ফেরীঘাটের উত্তর পাড়ের পল্টুন ও রাস্তা হঠাৎ জোয়ারের পানিতে নিমজ্জিত হওয়ায় আটকে যাওয়া মাইক্রোবাস।

জোয়ারে নিমজ্জিত মতলব ফেরীঘাট : দু’ঘন্টা চলাচল বন্ধ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শনিবার (২৩ এপ্রিল) রাত ৮টায় ফেরীঘাটের উত্তর পাড়ের পল্টুন ও রাস্তা হঠাৎ জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে।

এতে প্রায় ২ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকে। ফলে দু’পাড়ে শতশত যানবাহন আটকে পড়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

ফেরীঘাটে গিয়ে দেখা যায়, মতলব ফেরী ঘাটের উত্তর পাড়ের পল্টুন ও রাস্তা হঠাৎ জোয়ারের পানিতে নিমজ্জিত হয়ে যানবাহন পারাপারে বিঘœ সৃষ্টি হয়। এতে ফেরী পার হতে গিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৫-৮১৩০) ইঞ্জিনে পানি প্রবেশ করে বিকল হয়ে পড়ে।

পরে এলাকাবাসীর সহযোগিতায় আধাঘন্টা চেষ্টার পর গাড়িটি ওপরে তোলা হয়। পরে ফেরীতে থাকা অন্যান্য গাড়িগুলো সর্তকতার সাথে দীর্ঘ সময় নিয়ে পার হয়।

জোয়ারের প্রায় দুই ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকে।
পলাশ রায়, মতলব দক্ষিণ [/author]

: আপডেট ৩:৩০ এএম, ২৪ এপ্রিল ২০১৬, রোববার
ডিএইচ