চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে সাবেক ইউপি সদস্য মো. সেলিম প্রধান টিউবওয়েল প্রতীকে ৪শ ২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মো. সিরাজুল ইসলাম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩শ ৭০ ভোট।
বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ওই ওয়ার্ডের বাসাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ১৯৫১ ভোটের মধ্যে ১২শ ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর,ওসি মহিউদ্দিন। নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার কাজী মো. আবু বকর সিদ্দিক।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur