Home / উপজেলা সংবাদ / কচুয়া মাছিমপুরে বিজ্ঞ আদালতের নির্দেশে বাড়িঘর উচ্ছেদ
আদালতের

কচুয়া মাছিমপুরে বিজ্ঞ আদালতের নির্দেশে বাড়িঘর উচ্ছেদ

চাঁদপুরের কচুয়া পৌরসভার মাছিমপুর গ্রামে বিজ্ঞ আদালতের নির্দেশে ১২৫ শতাংশ ভূমি উদ্ধার ও ৫টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। বুধবার এ উচ্ছেদে নেতৃত্ব দেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র চন্দ্র দাস।

সরেজমিনে জানা যায়, কচুয়া পৌরসভাধীন মাছিমপুর গ্রামের আব্দুস সাত্তার গংরা বেশ কয়েক বছর আগে একই গ্রামের সিরাজুল ইসলাম গংদের বিরুদ্ধে চাঁদপুরের কচুয়া সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ডিগ্রি জারির মাধ্যমে বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে বাদী পক্ষের নুরু মিয়া রায়ে সন্তুষ্ট প্রকাশ করে আইনের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ৪২ বছর ধরে আমার পরিবার এ মামলা পরিচালনা করে আসছি। অবশেষে আমরা আইনের মাধ্যমে রায় পাওয়ায় আমি ও আমার পরিবার খুবই আনন্দিত।

অন্যদিকে বিবাদী পক্ষরা বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে তারা দাবী করেন। তারা বিজ্ঞ আদালতের মাধ্যমে আপিল করবেন বলেও জানান। এসময় চাঁদপুর জেলা জজ আদালতের নায়েব নাজির গাফফার খান নাদিম,সিভিল কোর্ট কমিশনার জিয়াউল হক তালুকদার, স্থানীয় কাউন্সিলর কামাল হোসেন অন্তুর,মাসুদ আলম প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ জুলাই ২০২২