আইপিএলের দ্রুততম পাঁচ হাজার রানের মালিক এখন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। সবচেয়ে কম ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড।
আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলির পাঁচ হাজারে পা দিতে লেগেছিল ১৫৭ ইনিংস। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক সেখানে পৌঁছে গেলেন মাত্র ১৩৫ ইনিংসেই! সুরেশ রায়না ও রোহিত শর্মার লেগেছিল যথাক্রমে ১৭৩ ও ১৮৭ ইনিংস। টুর্নামেন্টটিতে পাঁচ হাজার রান আছে কেবল এই চার জনের।
আবু ধাবিতে রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঁচ হাজারের ক্লাবে ঢোকেন ওয়ার্নার। ব্যাটিংয়ে নামার আগে এই কীর্তি গড়া থেকে মাত্র ১০ রান দূরে ছিলেন তিনি। সেটি ছুঁয়ে ফেলেন ১৬তম বলেই।
কলকাতার ১৬৩ রান তাড়ায় সবাইকে অবাক করে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ওয়ার্নার। ৩৩ বলে ৫ চারে খেলেন ৪৭ রানের অপরাজিত ইনিংস। তবে দলকে জেতাতে পারেননি তিনি। টাই হওয়া ম্যাচে পরে তার দল হারে সুপার ওভারে।
বার্তাকক্ষ,১৯ অক্টোবর,২০২০;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur