Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / মনোহারখাদি কোল্ডস্টোরেজে মিলাদ ও দেয়া সম্পন্ন
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

মনোহারখাদি কোল্ডস্টোরেজে মিলাদ ও দেয়া সম্পন্ন

চাঁদপুর সদর বাবুরহাট বিসিক শিল্প এলাকায় মনোহারখাদি কোল্ডস্টোরেজের নতুন আলু সংরক্ষণ উপলক্ষে শুক্রবার (৩ মার্চ) বেলা ১ টায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা এবং সকল ব্যবসায়ীদের উন্নতি কামনা করে দোয়া ও মোনাজত পরিচালনা করেন সিদ্দিকিয়া হাফিজিয় মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হারুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক গোলাম কবির চৌধুরী, সহ-ব্যবস্থাপক মজিবুল ইসলাম, ম্যানাজার রুহুল আমিন সিদ্দিকী, হিসাবরক্ষক সিহাব উদ্দিন, কোষাধ্যক্ষ রাহাতুল আশিকিন।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল মাস্টার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রসঙ্গত, জেলার সু-পরিচিত মনোহারখাদি কোল্ডস্টোরেজ এর নতুন আলু সংরক্ষণ উপলক্ষে প্রতিবছরই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে শুক্রবার এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

প্রতিবেদক-আশিক বিন রহিম
।। আপডটে,বাংলাদশে সময় ০৯ : ৩৩ পিএম, ০৩ মার্চ ২০১৭ শুক্রবার

এইউ

Leave a Reply