আগামী ৪ অক্টোবর চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ সেপ্টেমর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেলার ৩য় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, চাঁদপুর জেলায় ৪র্থ উন্নয়ন মেলা ২০১৮ আগামী ৪, ৫ ও ৬ অক্টোবর পর্যন্ত চলবে।
৩ দিনব্যাপি এই মেলা চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতি বছরই উন্নয়ন মেলা হয়। কিন্তু এবারের মেলার গুরুত্ব অনেক বেশি। সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডগুলো জনগণকে জানানোর জন্যেই এই মেলার ব্যাপক আয়োজন থাকছে এবার। এজন্যে চাঁদপুর জেলার সকল বিভাগের উন্নয়ন চিত্র তুলে ধরার জন্যে পৃথক পৃথক স্টল থাকতে হবে। স্টলগুলো স্ব-স্ব বিভাগের কর্মকান্ড, সরকারের উন্নয়ন ও বিভিন্ন পর্যায়ে যারা পুরস্কারের অর্জিত ক্রেস্ট তাদের পরিচয় ও অবস্থান তুলে ধরতে হবে।জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশ ও জীবিনী চিত্র তুলে ধরতে হবে। তিনি উন্নয়ন মেলা সফল করার জন্যে সবার সহযোগিতা কামনা করেন।
সভার শুরুতে গত সভার প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মো: জামাল হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মো:মঈনুল হাসান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,চাঁদপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ড.মোহাম্মদ সিরাজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত,
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন ,পাসপার্ট অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ তাজ বিল্লাহ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী, সহকারি তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,বিআরটিএ’র সহকারি পরিচালক শেখ ইমরান, পুরান বাজার ডিগ্রী কলেজে অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, পাট অধিদপ্তরের কর্মকর্তা মো:ইসমাইল হোসেন, জেলা হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন অফিসের ম্যানেজার মাহবুবুর রহমান প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতিবেদক- আনোয়ারুল হক
২৫ সেপ্টেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur