Home / চাঁদপুর / ‘প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করি, কোনো রাঘব বোয়াল চিনি না’
sp-samsunnahar

‘প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করি, কোনো রাঘব বোয়াল চিনি না’

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা কাজ করি, কোনো রাঘব বোয়াল চিনি না। জঙ্গিবাদ, বাল্য বিয়ে, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এদের বিরুদ্ধে শুধুমাত্র পুলিশ দিয়ে নয় সকল সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটিং পুলিশিংয়ের উদ্যোগে এবং মতলব দক্ষিণ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পুলিশই জনতা, জনতাই পুলিশ, এ স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে হবে। প্রত্যেক মাসেই ওপেন হাউজ-ডে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। আপনারা আপনাদের সকল সমস্যার কথা তুলে ধরবেন।

তিনি আরো বলেন, আমি অপরাধ করলাম কিনা তা উপলদ্বী করতে হবে। বাল্য বিয়ের শিকার মেয়েটি পড়ালেখা করে দেশের সম্পদ হতে পারতো। বাল্য বিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। এর কুফল সর্ম্পকে জানতে হবে।

অনুষ্ঠানে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো.কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামানের পরিচালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকতা মো.শহিদুল ইসলাম, এসপি সার্কেল রাজন কুমার দাস, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন প্রমুখ।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির মোস্তফা তালুকদার, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, মতলব পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ওহিদুজ্জামান মৃধা, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জহির খান, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি জাহাঙ্গীর পাটোয়ারী, নায়েরগাঁও দক্ষিণ ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী, উপজেলার হুরমহিষা গ্রামের মাঈনউদ্দিন মিয়াজী, নাগদা গ্রামের কাউছার মিয়াজী, মতলব রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন রয়মনেন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শহিদুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক প্রভাষক জি এম হাবীব খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপারকে মতলব দক্ষিণ থানা ও কমিউনিটি পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

পুলিশ সুপার জঙ্গিবাদ, বাল্য বিয়ে, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সকলকে জিহাদ ঘোষণার জন্য শপথ বাক্য পাঠ করান।

সে সাথে উন্মুক্ত আলোচনায় মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে সর্ম্পকে আসা বিভিন্ন অভিযোগের বিষয়ে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের জন্য মতলব দক্ষিণ থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে মাদক ও বাল্যবিয়ে সর্ম্পকে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার শামসুন্নাহার।

এসপি শামসুন্নাহার সম্পর্কে আরো জানতে পড়ুন

প্রতিবেদক- পলাশ রায়, মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ১০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply