বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল হাসপাতালে ভর্তি রয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টায় নিজ বাসায় ব্যাথা অনুভব করলে সাথে সাথে তাঁকে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ওনার ব্যক্তিগত সহকারী আব্দুল হাকিম তানভীর।
তিনি জানান, ঢাকা মিরপুরের মনিপুর পাড়ার নিজ বাসায় তিনি পেটে ব্যাথা অনুভব করলে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া। হাসপাতালের চিকিৎসকগণ ওনার শারীরিক পরীক্ষা-নিরিক্ষা পর্যালোচনা করে জানান পিত্তথলির ব্যাথার কারণে মাইনুল হোসেন খাঁন নিখিলকে ভর্তি করানো হয়।
ওনার দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতা-কর্মী ও দেশ বাসীর নিকটে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,৪ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur