Home / চাঁদপুর / জন্মস্থান হিসেবে কেন্দ্রীয় বিএনপিতে চাঁদপুরের ২১ নেতা
চাঁদপুর জেলা বিএনপির

জন্মস্থান হিসেবে কেন্দ্রীয় বিএনপিতে চাঁদপুরের ২১ নেতা

বিএনপির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের সাবেক সাংসদ, জেলা বিএনপির সাবেক কিংবা বর্তমান কমিটিতে আছেন ও জেলার তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ ও সম্পর্ক রয়েছে এমন ১৫ নেতার নাম কেন্দ্র থেকে প্রকাশিত তালিকা সূত্রে প্রকাশ করে চাঁদপুর টইমস।

বিষয়টি প্রাথমিক হিসেবে হলেও পরবর্তীতে আরো ৬ নেতার নাম পাওয়া গেছে, যাদের সাথে তৃণমূলের সম্পর্ক কম থাকলেও জন্মগতভাবে চাঁদপুরের বাসন্দিা।

জেলার ও কেন্দ্রের একাধিক নেতার সাথে আলাপকালে এসব নেতাদের নাম ও পরিচয় পাওয়া যায়, যাদের জন্ম চাঁদদুরের কোনো না কোনো উপজেলায়।

চাঁদপুর টাইমস পাঠকদের জন্য বিএনপির নির্বাহী কমিটিতে থাকা জেলা হিসেবে সর্বোচ্চ চাঁদপুরের ২১ নেতার নাম উপজেলাভিত্তিক জন্মস্থানসহ দেয়া হলো।

১) নুরুল হুদা – উপদেষ্টা, চেয়ারপার্সন বিএনপি। (মতলব উত্তর)
২) আতাউর রহমান ঢালী – উপদেষ্টা, চেয়ারপার্চন বিএনপি।(মতলব উত্তর)
৩) অ্যড. বোরহান উদ্দিন – উপদেষ্টা, চেয়ারপার্চন বিএনপি।(মতলব উত্তর)
৪) এহছানুল হক মিলন – আনন্তর্জাতিক বিষয়ক সম্পাদক(কচুয়া)
৫) লায়ন হারুনুর রশিদ – রাজস্ব বিষয়ক সম্পাদক।(ফরিদগঞ্জ)
৬) রাশেদা বেগম হীরা – প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।(চাদঁপুর সদর)
৭) ফরীদ আহমেদ মানিক – প্রবাসী কল্যাণ সম্পাদক।(চাদঁপুর সদর)
৮) আনোয়ার হোসেন খোকন – সহ আন্তর্জাতিক সম্পাদক।(শাহরাস্তি)
৯) রিয়াজ উদ্দিন নসু – সহঃ তথ্য ও গবেষণা সম্পাদক।(ফরিদগঞ্জ)
১০) জি এম ফজলুল হক – সদস্য,(চাদঁপুর সদর)
১১) ইঞ্জিনিয়ার মমিনুল হক – সদস্য,(হাজীগঞ্জ)
১২) শফিকুর রহমান ভূইয়া – সদস্য,(চাদঁপুর সদর)
১৩) ইসমাইল হে‌াসেন বেঙ্গল (ঢাঃমঃ) – সদস্য,(ফরিদগঞ্জ)
১৪) মকবুল হোসেন আকন্দ (ঢাঃমঃ) – সদস্য,(হাজীগঞ্জ)
১৫) ডা. জালাল উদ্দিন – সদস্য, (মতলব উত্তর)
১৬) মোতাহার হে‌াসেন পাটওয়ারী – সদস্য,(ফরিদগঞ্জ)
১৭) কামাল উদ্দিন চৌধুরী – সদস্য, (চাদঁপুর সদর)
১৮) মেস্তফা খান সফরী – সদস্য,(চাদঁপুর সদর)
১৯) কাজী রফিক(যুবদল) – সদস্য, (ফরিদগঞ্জ)
২০) মোশারফ হোসেন – সদস্য, (কচুয়া)
২১) এম এ মতিন – সদস্য। (হাজীগঞ্জ)

প্রসঙ্গত শনিবার (৬ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন। এ কমিটিতে বাদ পড়েছেন মাহবুবুর রহমান শাহীন, সাবেক সাংসদ এস এ সূলতান টিটু ও আরো কয়েকজন।

চাঁদপুর টাইমস রিপোর্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৯:৩০ এএম, ১১ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ