আগামি অক্টোবরের মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রিয় সম্মেলন হতে পারে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন।
শিগগিরই ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের একাধিক কেন্দ্রিয় নেতা কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছেন।
সংগঠনের একাধিক সূত্র জানায়,ছাত্রলীগের দু’বছর মেয়াদের কেন্দ্রিয় কমিটি এরই মধ্যে চার বছর পার করেছে। ফলে সম্মেলন আয়োজনে আর দেরি চায় না আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা পেয়ে দলের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রিয় নেতা সম্প্রতি ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সম্মেলনের প্রস্তুতির কথা জানিয়েছেন।
জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় কালের কণ্ঠকে বলেন,‘সম্মেলনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা এখনো আমাদের দেয়া হয়নি। তবে আমাদের প্রস্তুতি আছে। আওয়ামী লীগ সভাপতি নির্দেশ দিলে আমরা যেকোনো সময় সম্মেলন আয়োজন করতে পারব। ’
২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের সম্মেলনের আগে সংগঠনটির কর্মকাণ্ড দেখভালের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের চার কেন্দ্রিয় নেতাকে দায়িত্ব দেন। তাঁদের একজন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন,‘ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সম্মেলন আয়োজনের বিষয়ে কথা হয়েছে। শিগগিরই সম্মেলন হবে,এতে কোনো দ্বিধা বা সংকোচ নেই। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলাপ করে একটা তারিখ চূড়ান্ত করা হবে।’
১০ সেপ্টেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur