Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে জাতীয় স্যানিটেশন মাসের র‌্যালি ও আলোচনা সভা
হাইমচরে জাতীয় স্যানিটেশন মাসের র‌্যালি ও আলোচনা সভা

হাইমচরে জাতীয় স্যানিটেশন মাসের র‌্যালি ও আলোচনা সভা

’উন্নত স্যানিটেশন, সুস্থ্য জীবন’’ এ শ্লোগানে উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশলের আয়োজনে বুধবার (২৫ অক্টোবর) হাইমচরে জাতীয় স্যানিটেশন মাসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাওটয়ারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য শামসুল আরফিন বাবলু পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. খুরশিদ আলম, উপজেলা উপসহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী শফি মো. হাসান, মেকানিক মো. মোশারফ হোসেন, আব্দুস সোবহান প্রমুখ

 

হাইমচরে জাতীয় স্যানিটেশন মাসের র‌্যালি ও আলোচনা সভা

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর

 

Leave a Reply