Home / ইসলাম / কেউ দোয়া চাইলে যে দোয়া করবেন
কেউ দোয়া চাইলে যে দোয়া করবেন

কেউ দোয়া চাইলে যে দোয়া করবেন

দোয়া হলো ইবাদত। মানুষ সাধারণ পরস্পরের কাছে দোয়া চায়। একে অপরের কল্যাণ কামনা করে। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতের জন্য এ রকম দোয়া চাইলে কী দোয়া করবেন সে দোয়াও বর্ণনা করেছেন।

কেউ কারো কাছে দোয়া চাইলে কী বলবেন বা কী দোয়া করবেন? এমন প্রেক্ষাপটে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেন-

হজরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমার মা, আমাকে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসুল! আপনার এ ছোট খাদেম আনাস, আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন।
তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (এই দোয়াটি) বললেন-

اَللَّهُمَّ اكْثِرْ مَا لَهُ وَ وَلَدَهُ وَ اَطِلْ عُمْرَهُ وَاغْفِرْلَهُ وَ بَارِكْ لَهُ فِيْمَا رَزَقْتَهُ

উচ্চারণ : আল্লাহুম্মাকছির মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আত্বিল ওমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাক্বতাহু।’
অর্থ : হে আল্লাহ! আপনি তার অর্থ, সন্তান ও বয়স বেশি করে দিন। আর তাকে ক্ষমা করুন এবং তাকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন।’ (সিলসিলা সহিহা)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয়নবির শেখানো এ দোয়াটির মাধ্যমে দোয়া কামনাকরীর জন্য দোয়া ও কল্যাণ কামনা করার তাওফিক দান করুন। আমিন।