Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / আওয়ামী লীগ বিজয়ী বলে কেউ ক্ষমতার অপব্যবহার না : মেজর রফিক
rofique

আওয়ামী লীগ বিজয়ী বলে কেউ ক্ষমতার অপব্যবহার না : মেজর রফিক

চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পরবর্তী বিজয় সভায় নব-নির্বাচিত সাংসদ মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, ‘আওয়ামীলীগ বিজয় হয়েছে বলে কেউ ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করবেন না। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।

বাংলাদেশের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের শান্তি কামনায় কাজ করে যাচ্ছেন। আগামিতে হাজীগঞ্জ-শাহরাস্তির প্রতিটি ঘর থেকে একজন করে সরকারি চাকরি দেওয়া হবে। ক্ষুধা দারিদ্রমুক্ত সমাজ গড়ার লক্ষে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

কেন্দ্রীয় আওয়ামীযুবলীগের সাবেক নির্বাহী সদস্য অধ্যাপক এ কে এম ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য আহসান হাবিব অরুন, আওয়ামীলীগ নেতা খায়রুল কবির আবাদ, জেলা আওয়ামীলীগের সদস্য খালেদুর রব মিঠু, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. বদরুন নাহার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ প্রমুখ।

এ সময় উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারন সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ তৃনমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
২৭ জানুয়ারি,২০১৯

Leave a Reply